দৈনিক বার্তা : টাঙ্গাইলের গোপালপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে।এসময় আহত হয়েছে আরও দুই জন। আহতদের ভ’ঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা ৩টার টার দিকে গোলপেঁচা মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, উপজেলার গোলপেঁচা গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. আলম মিয়া (১৫) ও জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বালিয়াবান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সেলিম মিয়া (১৫)। নিহতরা গোপালপুর উপজেলার মহিউদ্দিন মেমোরিয়াল হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল।
ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিব আহসান জানান, গোপালপুর উপজেলার গোলপচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদর কিশোর ফুটবল খেলছিল। বেলা ৩টার দিকে সেখানে অচমকা বজ্রপাতের ঘটনা ঘটে। এতে চারজন কিশোর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে আলম ও সেলিম মারা যায়। গুরুতর আহত দুইজনকে ভ’ঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোলপেঁচা গ্রামের মহিউদ্দিন মেমোরিয়াল হাফেজিয়া মাদ্রাসার ১৫-২০ জন ছাত্র মাদ্রাসার মাঠে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলছিল। এসময় হঠাৎ বজ্রপাতে সেলিম ও আলম নামের ২ ছাত্র ঘটনাস্থলেই মারা যায়। তারপরও নিশ্চিত হওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়া রায় তাদের মৃত ঘোষনা করেন।