11দৈনিক বার্তা : যুক্তরাষ্ট্রে উত্তরাধিকারের রাজনীতিতে এবার  হোয়াইট হাউস দখলের প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ছোট ভাই জেব বুশ।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী হবেন বলে আশা করা হচ্ছে।

এখন পর্যন্ত এই সম্ভাবনা নাকচ করেননি ফ্লোরিডার দুই বারের গভর্নর জেব বুশ।

শেষ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট প্রার্থী হলে এটা হবে বুশ পরিবারের তৃতীয় সদস্যের যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদে বসার লড়াই। তার বাবা জর্জ বুশও প্রেসিডেন্ট ছিলেন।

বৃহস্পতিবার সিএনএনে প্রচারিত এক সাক্ষাৎকারে  সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেন, তিনি আশা করছেন যে তার ছোট ভাই হোয়াইট হাউসের জন্য লড়বেন।

বুশ বলেন, ‘আমি আশা করি জেব লড়বে। আমার ধারণা সে একজন মহান প্রেসিডেন্ট হবে।’

তবে বুশ বলেন, ‘আমার কাছে কোনো তথ্য নেই যে তার মনে কী আছে। সে যখন প্রস্তুত হবে তখন আমরা আলোচনা করব। আমি লক্ষ্য করছি যে সে মোটামুটি সারাদেশ ঘুরে বেড়াচ্ছে।’

ছোট ভাইয়ের জন্য পরামর্শের দ্বার খোলা রাখার ইঙ্গিত দিয়ে বুশ বলেন, ‘ হাই জেব, তোমার কোনো পরামর্শের দরকার হলে আমাকে ফোন দিও।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৬১ বছর বয়সী জেব বুশ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি রাজনৈতিক, শিক্ষা এবং নাগরিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

তিনি বিভিন্ন গোষ্ঠীর সাথে মিশে তার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেতে চাচ্ছেন।

গত মাসে এক অনুষ্ঠানে জেব বুশ জানান যে চলতি বছরের শেষ নাগাদ তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।

জেব বুশ প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়ে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

জনমত জরিপে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে হিলারি পেতে পারেন ৫৩ শতাংশ ভোট আর জেব বুশ ৪১ শতাংশ ভোট।

এক্ষেত্রে ১৯৯২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পুনরাবৃত্তি ঘটতে পারে।

তখন ক্ষমতাসীন ও প্রবীণ জর্জ বুশকে পরাজিত করেন বিল ক্লিনটন।

সূত্র: এএফপি