দৈনিক বার্তা : অসুস্থ হলেন অভিনেত্রী জারিন খান৷ খাবারে বিষক্রিয়া হওয়ার কারণে অসু্স্থ অবস্থায় শুক্রবার বিকেল নাগাদ জারিনকে ভর্তি করা হয় মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে৷
জানা গিয়েছে, পরিবারের সঙ্গে মুম্বইয়ের এক জনপ্রিয় রেস্তোঁরায় খেতে গিয়েই অসু্স্থ হয়ে পড়েন জরিন৷ চিকিৎসকের কথা অনুযায়ী, ‘এখন কিছুটা সুস্থ জরিন৷ তবে চিকিৎসার জন্য এক সপ্তাহ তাঁকে থাকতে হবে হাসপাতালে৷’ জরিন ব্যস্ত ছিলেন ডেভিড ধাওয়ান পরিচালিত পার্টনার টু ছবির শ্যুটিংয়ে৷ তবে তাঁর অসুস্থতার কারণে শ্যুটিংয়ে কোনও বড়সড় ক্ষতি হবে না বলেই জানা গিয়েছে৷