দৈনিক বার্তা : যত দিন এগোচ্ছে ‘নো এন্ট্রি’র সিকোয়েলে নানান এন্ট্রির খবর৷ নয়, নয় করে প্রায় দশ জন হিরোইনের আনাগোনা লেগেই রয়েছে ‘নো এন্ট্রি’ জুড়ে৷ আর এবার এষা, বিপাশা, লারা, সেলিনা জেটলির পর ‘নো এন্ট্রি’র সিকোয়েলে বিন্দাস এন্ট্রি নিতে চলেছেন সানি লিয়ন ও এলি আব্রাম!
বহুদিন ধরেই ছবির পরিচালক অনিজ বাজমি, এই দুই বিদেশি সুন্দরীকে ছবিতে নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন৷ সানি রাজি থাকলেও, কিছুতেই রাজি হচ্ছিলেন এলি আব্রাম৷ তবে শোনা গিয়েছে ,সলমনের কথাতেই নাকি ‘নো এন্ট্রি’তে ঢুকতে চলেছেন এলি৷বলিউডে এলি আব্রামের যাত্রা শুরু রিয়্যালিটি শো ‘বিগবস’ থেকেই৷ বিগবসে সলমন ও এলির মধ্যে সর্ম্পক নিয়ে নানা জলঘোলাও হয়েছিল৷ অন্যদিকে বিগবস থেকেই সানি লিয়নও যাত্রা শুরু করেন বলিউডে৷