দৈনিক বার্তা : কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় তৈরি অস্ত্র ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। শুক্রবার ভোর ৬টার দিকে কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের জন্য ভোরে মহেশখালীর কালারমারছড়ার চালিয়াতলীতে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীদের কয়েকজন পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় ছানাউল্লাহ ও হেলালকে আটক করা হয়। ছানাউল্লাহর বিরুদ্ধে ২৬টি ও হেলালের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, ছানাউল্লাহ ও হেলাল উদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।