দৈনিক বার্তা : বলিউডের লাভবার্ড হিসেবে পরিচিত ছিলেন বলিউড তারকা দম্পতি হৃতিক-সুজানা। ছোটবেলার বন্ধুত্ব থেকে মন দেয়া-নেয়া, এরপর বিয়ে বন্ধনে জড়ালেন। এই দম্পতির দাম্পত্য জীবনে ফাটলের খবরটি এখন মিডিয়ার তুঙ্গে। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের দিকে আরেক ধাপ এগিয়ে গেলেন এ তারকা দম্পতি।
বৃহস্পতিবার বান্দ্রার একটি ফ্যামিলি কোর্টে দুই পক্ষের সম্মতিতে বিবাহ বিচ্ছেদের আইনি আবেদন করলেন হৃতিক-সুজানা।
গত বছরের মাঝামাঝি সময় থেকেই আলাদা থাকছেন হৃতিক-সুজান। সম্পর্ক ভাঙা নিয়ে বহু জল্পনা চললেও অবশেষে ডিসেম্বরে মিডিয়ার কাছে এ বিষয়টি প্রকাশ করেন এ দম্পতি।
এ প্রসঙ্গে হৃতিক ফেসবুকে লিখেছিলেন, “এটা ভালবাসার প্রতি আমার নিবেদন। সুজানা সারাজীবন আমার ভালবাসা হয়েই থাকবে। আমার থেকে দূরে গিয়ে যদি ওর হাসি আরো উজ্জ্বল হয়, তাহলে আমিও সেটাই চাইব।”
গত ১৩ বছর তারা ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে। তাদের এ বিচ্ছদের খবরে স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন ভক্তরা।
২০০০ সালের ২০ ডিসেম্বর বিয়ে হয় হৃতিক-সুজানার। ২০০৬ সালে তাদের ঘরে আসে প্রথম ছেলে রিহান। এর দুই বছর পর জন্ম হয় দ্বিতীয় ছেলে রিদানের।
ছেলে দুটি বর্তমানে হৃতিকের সঙ্গে দাদুবাড়িতে থাকছে। মায়ের সঙ্গে দেখা করতে মাঝেমধ্যেই নানাবাড়িতে যান তারা।