দৈনিক বার্তা : রণবীর-ক্যাট প্রেমকাব্য রোজই পাচ্ছে নতুন নতুন মোড়। কখনও ক্যাটের সঙ্গে নতুন সংসার পাততে নাকি রণবীর ছাড়ছেন ঘর। অন্যদিকে ক্যাটরিনাও নাকি পুরনো ঘর ছেড়ে খুঁজছেন নতুন ঘর।
গোটা বলিউড যখন এই খবরে মত্ত। ঠিক তখনই গসিপকে উসকে দিলেন রণবীর-ক্যাট নিজেই। রণবীরের পালিহিলের নতুন ফ্ল্যাট সাজানোর দায়িত্ব পুরোটাই নিয়ে ফেলেছেন ক্যাটরিনা কইফ। সোফা থেকে বিছানা, পর্দা থেকে কার্পেট, বাথরুমের ফিটিং সবই নিজে হাতে পছন্দ করছেন ক্যাটরিনা।
এমনকি, ক্যাট নিজের প্রিয় ইন্টেরিয়র ডিজাইনারের কাছেও নিয়ে গিয়েছেন রণবীরকে। জানা গেছে, রণবীরের ফ্ল্যাটের ড্রয়িং রুমের জন্য একটি বেলজিয়াম গ্লাসের ঝাড়বাতি কিনে ফেলেছেন ক্যাটরিনা নিজে। এটাই নাকি রণবীরকে দেওয়া ক্যাটের প্রথম গিফট।