11দৈনিক বার্তা : বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার আরো অবনতি হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ফ্রিডম অব দ্য প্রেস’ ২০১৪-এর বার্ষিক রিপোর্টে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বিশ্বের ১শ’ ৯৭টি দেশের মধ্যে পরিচালিত জরিপের পর প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা পুরোপুরি স্বাধীন নয় বলে গতবারের চেয়ে বাংলাদেশের অবস্থান নিচে নেমে এসেছে। এবার ১শ’ ১৫ তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে এই প্রতিবেদন প্রকাশ করা হলো। তবে দক্ষিণ এশিয়ার অন্যদেশ পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো বলে বলা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।