3/4/2012 2:52 AMদৈনিক বার্তা : নাফ নদীতে বিজিবি অভিযান চালিয়ে ৬১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১টায় নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক আবুজার আল জাহিদের নেতৃত্বে দমদমিয়া বিওপি ক্যাম্পের সুবেদার সিরাজুল ইসলামসহ জওয়ানরা এ অভিযানে অংশ নেন। এসময় ট্রলারে থাকা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার চালানটি নদীর কিনারে ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ইয়াবাগুলো উদ্ধার করে এর মধ্যে ৬১ হাজার ইয়াবা পান, যার মূল্য ১ কোটি ৮৩ লক্ষ টাকা।
বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক আবুজার আল জাহিদ জানিয়েছেন, জব্দকৃত ইয়াবা চালানের মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।