11দৈনিক বার্তা : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক  যৌথ বিবৃতিতে বলেছেন, জনবিচ্ছিন্ন সরকার দলীয় মাস্তানদের ওপরও নিয়ন্ত্রণ হারিয়েছে।গত এক মাসে ৬০টিরও  বেশি অপহরণ, গুম ও খুনের পরও সরকার অপরাধীদের  গ্রেফতারে অগ্রগতি দেখাতে পারেনি বলে উল্লেখ করেন তারা। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের পক্ষে গুম, খুন বন্ধ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন সম্ভব নয়। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে সরকারকে অবিলম্বে পার্লামেন্টে উচ্চ-কক্ষ গঠন করতে হবে এবং তার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ নিতে হবে।

তারা বলেন, নিজের অক্ষমতা চাপা দিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, গুম, খুন আগের বছরের  চেয়ে কম হচ্ছে। আর প্রধানমন্ত্রী এসব ঘটনার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছেন।

তারা আরো বলেন,নারায়ণগঞ্জের ঘটনা আওয়ামী লীগের দুই নেতা ও ওয়ার্ড কাউন্সিলের দীর্ঘদিনের সংঘাতের ফসল গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হবার পরও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বক্তব্য  রোগীর প্রলাপ ছাড়া কিছুই নয় ।