দৈনিক বার্তা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখল নজরুল ইসলাম হলটি ছেড়ে দিয়েছে দখলদাররা। শুক্রবার সকালে হলটিতে বসবাসকারীরা ইতিমধ্যে তাদের মালামাল গুটিয়ে চলে গেছে। তবে প্রেসের ইঞ্জিনসহ ভারি মালামাল সরানোর জন্য ৫ তারিখ পর্যন্ত সময় চেয়েছেন।
শুক্রবার সকাল ১০টায় ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে জেলা পরিষদের ম্যাজিস্ট্রেট দিলরুবার নেতৃত্বে তিনজন ম্যাজিস্ট্রেট, ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন সাহা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর অশোক কুমার শাহা, ইস্টেট অফিসার কামাল হোসেন ও হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলামসহ একটি প্রতিনিধি দল উচ্ছেদ অভিযান চালায়।
হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক শরিফুল ইসলাম বলেন, আমরা এর আগে শুক্রবার হলটি ছেড়ে দেবার আল্টিমেটাম দিয়েছিলাম। সকালে আমরা ঘটনাস্থলে গেলে তারা হলটি ছেড়ে দেয়। তবে কিছু ভারি যন্ত্রপাতি সরানোর জন্য তারা ৫ তারিখ পর্যন্ত সময় চেয়েছে।
জবির বেদখল হওয়া শহীদ নজরুল ইসলাম হল ছেড়ে দিতে দখলদারদের নির্দেশ দেয়া হয়। বুধবার রাত ৮টার দিকে ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ অভিযানে গিয়ে জেলা পরিষদের ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা দখলদারদের শুক্রবার সকাল ১০টার মধ্যে হলের দখল ছাড়তে নির্দেশ দেন।