দৈনিক বার্তা : দেশের শেয়ারবাজার এপ্রিল মাসে উত্থান-পতনের মধ্য দিয়ে পার করেছে।এপ্রিল মাসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৭৫ পয়েন্ট ব্রড ইনডেক্স বেড়েছে। সূচক সামান্য উত্থান হলেও লেনদেন আশানুরূপ ছিলো না। তবে এপ্রিল জুড়ে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট বেড়েছে। এপ্রিলে বিও বেড়েছে ১৩ হাজারের উপর। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এপ্রিলের শেষ দিন পর্যন্ত বিও অ্যাকাউন্টের সংখ্যা ১৩ হাজার ২৭টি বেড়ে দাঁড়িয়েছে ২৯ লাখ ৬৮ হাজার ৭৫৮টি। গত ৩১ মার্চ পর্যন্ত বিওধারীর এ সংখ্যা ছিল ২৯ লাখ ৫৫ হাজার ৭৩১টি।
জানা যায়, মোট ২৯ লাখ ৬৮ হাজার ৭৫৮টি বিও অ্যাকাউন্টের মধ্যে পুরুষ বিওধারীর সংখ্যা ২১ লাখ ৯৪ হাজার ২৫৬টি। ৩১ মার্চ এ সংখ্যা ছিল ২১ লাখ ৭৮ হাজার ৩০৫টি। অর্থাৎ পুরুষ বিও বেড়েছে ১৫ হাজার ৯৫১টি। অন্যদিকে নারী বিওধারী ৬ হাজার ৯৩৩টি বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৫০২টি। ৩১ মার্চ নারী বিওধারীর সংখ্যা ছিল ৭ লাখ ৬৭ হাজার ৫৬৯টি।
এদিকে দেশে অবস্থারত বিনিয়োগকারীদের বিও সংখ্যা এপ্রিলে ২০ হাজার ৯৯৫টি বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ২০ হাজার ৩০২টি। ৩১ মার্চ এ সংখ্যা ছিল ২৭ লাখ ৯৯ হাজার ৩০৭টি। অন্যদিকে এ সময়ে প্রবাসী বিও বেড়েছে ১ হাজার ৮৮৯টি। অর্থাৎ ৩০ এপ্রিল প্রবাসী বিওধারীর সংখ্যা দাড়ায় ১ লাখ ৪৮ হাজার ৪৫৬টি, যা ৩১ মার্চ ছিলো ১ লাখ ৪৬ হাজার ৫৬৭টি।