দৈনিক বার্তা : অনাকাক্ষিত ঘটনা এড়াতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নারায়গঞ্জের ফতুল্লার ভেন্যু পাল্টে দিয়েছে বিসিবি। একই সঙ্গে সিডিউলেও আনা হয়েছে কিছু পরিবর্তন। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)’র চার দিনের প্রথম ম্যাচটি ২ মে ফতুল্লায় শুরু হবার কথা থাকলেও একদিন পিছিয়ে তা মাঠে গড়াবে ৩ মে শনিবার। তৃতীয় পর্বে ফতুল্লার খেলা অনুষ্ঠিত হবে বিকেএসপি-৪ নম্বর গ্রাউন্ডে। তবে বিকেএসপি-৩ নম্বর গ্রাউন্ডের সিডিউলি বহাল রেখেছে বিসিবি।
শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফতুল্লা ভেন্যুতে ম্যাচ আয়োজন সম্ভব না। সেখানকার রাজনৈতিক পরিস্থিতি নাজুক এবং তা প্রতিদিনই মিডিয়ার মাধ্যমে সবাই ওয়াকিবহাল। তাই একদিন অপেক্ষা করেই বিসিবি ফতুল্লা ভেন্যু বাতিল ঘোষণা দিয়েছে।হোম সিরিজ, এশিয়া কাপ আর টি২০ বিশ্বকাপের কারণে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল বিসিএল। দ্বিতীয় দফায় আবারো মাঠে গড়ানোর কথা ছিল ২ মে। কিন্তু সম্প্রতি নারায়গঞ্জে সৃষ্ট অস্থিতিশীর পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
প্রসঙ্গত, চার দল নিয়ে চার দিনের ম্যাচ বিসিএল। শনিবার এক সঙ্গে বিকেএসপির ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিসিএলের তৃতীয় পর্ব। সাভার বিকেএসপি-৩ নম্বর গ্রাউন্ড আর বিকেএসপি-৪ নম্বর গ্রাউন্ডে ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে।
বিকেএসপি-৩ নম্বর গ্রাউন্ডে মুখোমুখি হবে ওয়ালটন সেন্ট্রাল জোন আর বিসিবি নর্থ জোন। এবং বিকেএসপি-৪ নস্বর গ্রাউন্ডে খেলবে ইসলামী ব্যাংক ইষ্ট জোন আর প্রাইম ব্যাংক সাউথ জোন। আগে অনুষ্ঠিত দুই ম্যাচে একটি করে জিতে সমান পয়েন্ট পেয়েছে সেন্ট্রাল জোন আর নর্থ জোন। কিন্তু রান রেটে এগিয়ে থেকে সেন্ট্রাল জোন শীর্ষে অবস্থান করছে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯-১৩ মে।
এদিকে,মুশফিকুর রহিমকিছু দিন ধরেই জ্বরে ভুগছিলেন। আবহাওয়াজনিত সমস্যাই মনে হচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার অ্যাপোলো হাসপাতালে পরীক্ষা করাতে গেলে চিকিত্সকেরা হাসপাতালে ভর্তি হতে বলেন মুশফিকুর রহিমকে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, মুশফিক ভাইরাসজনিত যকৃতের প্রদাহে ভুগছেন। জ্বরটাও এ কারণেই। তবে মুশফিকের অসুস্থতা গুরুতর কিছু নয় বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী।
ডা. দেবাশীষ বলেন, মুশফিকের জ্বর জ্বর ভাব ছিল। অ্যাপোলো হাসপাতালে যাওয়ার পর প্রাথমিক পরীক্ষা করে দেখা গেছে ওর ভাইরাল হেপাটাইটিসের সমস্যা দেখা দিয়েছে। এটা এক ধরনের লিভারের প্রদাহ। এ কারণেই জ্বরটা হয়েছে। পরে হাসপাতালের চিকিত্সকদের পরামর্শে ও সেখানেই ভর্তি হয়েছে। তবে এটা গুরুতর কিছু নয়।
মুশফিকের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, আজকে ও অনেক ভালো আছে। জ্বরটাও সেভাবে নেই। তবে এ ধরনের অসুস্থতার ফলে শারীরিক দুর্বলতা দেখা দেয়। এই দুর্বলতা কাটিয়ে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে।