দৈনিক বার্তা : মহান মে দিবস উৎযাপনে দিনাজপুরের হিলি স্থলবন্দরের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসুচীর মধ্যদিয়ে দিবসটি পালন করছে। শ্রমিকরা কাজ না করায় হিলি স্থলবন্দর ১ দিনের জন্য আমদানি রফতানি বন্ধ রাখে দু’দেশের ব্যবসায়ীরা। ফলে হিলি স্থলবন্দেরের আমদানি রফতানি বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় হিলি পানামা পোটৃ কর্তৃপক্ষ, মাটর শ্রমিক ইউনিয়ন, স্থলবন্দর কুলি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো কালো ব্যাচ ধারন করে বর্ন্যাঢ্য র্যালী বের করে। তারা হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শ্রমিক সংগঠনগুলোর দিনভর বিভিন্ন কর্মসুচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, কাঙ্গালী ভোজের আয়োজন।
শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের এই দিনে দীর্ঘ বঞ্চনা আর শোষন থেকে মুক্তি পেয়েছে শ্রমিকেরা। এরই আলোকে হিলি পানামা পোর্ট শ্রমিক সংগঠনগুলো আয়োজিত এক আলোচনা সভায় সাহাদত জামান, গোলাম মোর্শেদ, আঃ হাই রানা, আতাউর রহমান মিলন, প্রতাপ মল্লিক, মোস্তফা হোসেন স্বাধীন, হামিদুল ইসলাম, কামরুজ্জামান খান বিপ্লব, রেজাউল করিমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।