দৈনিক বার্তা : সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাতিতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জামায়াতকর্মী ফারুক হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল।
বৃহস্পতিবার ভোরে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।
নাশকতার লক্ষে জামায়াত ও শিবির কর্মীরা গোপন মিটিং করছে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ভোর ৪টার দিকে ভারতীয় সীমান্তবর্তী গ্রাম সুশীলগাতিতে পৌছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত কর্মীরা প্রথমে ককটেল ছুড়ে মারে। পুলিশও তার জবাবে পাল্টা ছয় রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হন।
পুলিশ তাকে দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের ফারুক হোসেন নামের এক জামায়াতকর্মী হিসাবে শনাক্ত করে। তাকে প্রথমে সখিপুর হাসপাতাল ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে আহত পুলিশ কনষ্টেবল গৌতম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালালউদ্দিন জানান, ফারুক হোসেন দেবহাটার আওয়ামী লীগ নেতা রায়হান হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে আরও কয়েকটি নাশকতার মামলা রয়েছে ।