1দৈনিক বার্তা :   বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে সারাদেশে অব্যাহত গুম-খুন-অপহরণসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ এবং সরকারের নির্বিকার ভূমিকা ও জানমালের নিরাপত্তা বিধানে ব্যর্থতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার বিবৃতিতে বলা হয়, ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর ও আইনজীবিসহ ৭ জন অপহরণের পর লাশ উদ্ধারের ভয়াবহ ঘটনা দেশবাসীকে আতঙ্কিত ও উদ্বিগ্ন করে তুলেছে।

নেতৃবৃন্দ বলেন, শুধু নারায়ণগঞ্জ নয়, সারাদেশেই গুম-খুন-অপহরণের ঘটনা অব্যাহতভাবে ঘটে চলেছে। একদিকে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাব, পুলিশ কথিত অপরাধীদের আটক করে আইন অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির না করে আইনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করছে। কোন কোন ক্ষেত্রে আটকৃতদের চিরতরে গুম করে দেয়া হচ্ছে। জীবিত বা মৃত ফিরে পাওয়া যাচ্ছে না। কোন কোন ক্ষেত্রে আবার ক্রসফায়ার এনকাউন্টারের নামে বিচার বহির্ভূত হত্যাকা- সংগঠিত করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় বাহিনীর এহেন কর্মকান্ডের ফলে সন্ত্রাসীরাও তাদের অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে। ইতিপূর্বে নারায়ণগঞ্জে ত্বকীসহ আরো অনেক হত্যাকা- সংঘটিত হলেও আজ পর্যন্ত খুনীদের গ্রেফতার বা দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় একের পর এক গুম-খুন-অপহরণের ঘটনা বেড়েই চলেছে।

বিবৃতিতে বলা হয়, শুধু নারায়ণগঞ্জ নয় গত ২৭ এপ্রিল নোয়াখালীতে কমিউনিস্ট পার্টির নেতা কমরেড মফিজুর রহমানকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে সুবর্ণচরে। এমন অসংখ্য হত্যাকা- ঘটছে। এছাড়াও সাম্প্রদায়িক যুদ্ধাপরাধী জামাত-শিবিরও এ পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে হাত-পায়ের রগ কাটাসহ সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করছে।

বিবৃতিতে বলা হয়, একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস বিচার বহির্ভূত হত্যাকান্ড, রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গুম-অপহরণের ঘটনা, অন্যদিকে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির সন্ত্রাস ও শাসক শ্রেণির বুর্জোয়া দলসমূহের প্রতিপক্ষ দমনে এবং দলীয় কোন্দলের জের হিসেবে সন্ত্রাসী ঘটনা অপহরণ-গুম-খুন মানুষকে নিরাপত্তাহীন ও আতঙ্কিত করে তুলেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে নোয়াখালীতে সিপিবি নেতা মফিজুর রহমান হত্যাকান্ড, নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণ ও খুন এবং ত্বকী হত্যাকা-ে জড়িতদের অবিলম্বে গ্রেফতার-বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। সারাদেশে অব্যাহত গুম-খুন-অপহরণ বন্ধ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং শুক্রবার অব্যাহত গুম-খুন ও অপহরণের প্রতিবাদে বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।