KBদৈনিক বার্তা – পলি কর্মকার –পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি : পাথরঘাটায় কলা চাষীর কাছে চাঁদার দাবীতে বাগান থেকে শতাধীক ছড়া কলা কেটে নিয়েছে সস্ত্রাসীরা৷ এসময় বাধা দিতে গেলে চাষী গোলাম কাদরিয়াকে বেধরক লাঠি পেটা করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার রায়হানপুর ১ নং ওয়ার্ডে বেতমোর গ্রামে৷ কাদরিয়াকে বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

কলা চাষীর মা পারভীন নাহার মিনু জানান, তার প্রবাসী ছেলে সৌদি আরব থেকে প্রশিক্ষন নিয়ে বড়িতে এসে ৫ কাঠা জায়গায় বিভিন্ন প্রকার কলার বাগান করে৷ বাগানে কলা পাকা শুরু করলে এলাকার ছাত্রলীগ নামধারী সস্ত্রাসী গফুর হাওলাদারের ছেলে হাসান, ফরহাদ, ফরিদ তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে৷ এসময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত সোমবার তার ছেলে কাদরিয়ার বাগান থেকে কলা কেটে টম টম (নছিমন) ভরে নিয়ে যায়৷ বিষটি এলাকার চেয়ারম্যান রুপকের কাছে জানালে সস্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে পরের দিন মঙ্গলবার বাগানের সব কলাগাছ কেটে ফেলেছে৷ পারভীন নাহার মিনু অভিযোগ করেন এখন তারা ঘর থেকে বের হলে সস্ত্রাসীরা তাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে৷