গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে মহিলা-শিশুসহ ৫ রোহিঙ্গা সদস্য আটক
গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে মহিলা-শিশুসহ ৫ রোহিঙ্গা সদস্য আটক


দৈনিক বার্তা – মোজাম্মেল হোসেন মুন্না-গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া ঠিকানা দিয়ে পাসপোর্ট করতে আসা মহিলা-শিশুসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ৷  আজ বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে এদের আটক করা হয়৷ আটককৃতরা হলো, মিনারা আকতার (১০), নুরবাহার (৫৫), রাশিদা বেগম (২০), সামিম আরা (১৯) ও মোঃ জনী (৩২)৷ এরা মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরসামাল গ্রামের ঠিকানা ব্যবহার করে৷ 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন মোল্যা জানান, আজ দুপুরে মাদারীপুর জেলার ভুয়া নাম ঠিকানা দিয়ে গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসে ওই ৫ রোহিঙ্গা৷ এসময় অফিস কতর্ৃপক্ষের সন্দেহ হলে তাদের আটক করে৷ পরে অফিস কতর্ৃপক্ষ তাদের ছেড়ে দিলে পুলিশ পাসপোর্ট অফিসের সামনের রাস্তা থেকে এদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে৷  আটককৃত রোহিঙ্গারা জানায়, তারা সৌদিতে যাবার জন্য দালালের মাধ্যমে এখানে পাসপোর্ট করতে আসে৷ তারা মিয়ানমারের (বার্মা) অধিবাসী৷ 

গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম জানান, এদের হাতে লেখা জন্ম-সনদ থেকে আমার সন্দেহ হয়৷ আটককৃতরা স্বীকার করেছে তাদের দেশ বার্মা৷ এদের পাসপোর্টের আবেদন বাতিল করা হয়েছে৷