দৈনিক বার্তা :লাহোর, ২৯ এপ্রিল, ২০১৪ : ক্রিকেটার থেকে রাজনীতিতে প্রবেশ করা ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। ‘লাভ ২০ লীগ’ নামের এ টুর্নামেন্ট আগামী ১৮ মে-৩ জুন অনুষ্ঠিত হবে।
বিশ্ব কাপ জয়ী পাকিস্তান দলের এ অধিনায়ক টুর্নামেন্ট আয়োজনে ইতোমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে ‘অনাপত্তি পত্র’ পেয়েছেন। করাচি, লাহোর ও পেশোয়ারসহ মোট পাঁচটি শহরে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্প থেকে দেশের শীর্ষ খেলোয়াড়দের ছেড়ে দিতে ইমরানের রাজনৈতিক দল পিসিবি’র কাছে অনুরোধ জানিয়েছে। পাকিস্তান টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক, সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি এবং ইউনিস খানসহ দেশটির তারকা খেলোয়াড়রা এ টুর্নামেন্টে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।