11দৈনিক বার্তা : আগামী বৃহস্পতিবার মহান মে দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।মে দিবস উপলক্ষ্যে গত বছরের ১ মে নারায়ণগঞ্জের কাঁচপুরে আয়োজিত শ্রমিক সমাবেশে ভাষণ দেন খালেদা জিয়া।সারাবিশ্বের মতো বাংলাদেশেও বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে মহান মে দিবস। দিনটির স্মরণে বন্ধ রাখা হবে দেশের সব শিল্প-কারখানা। পালন করা হবে সরকারি ছুটি।