1দৈনিক বার্তা : ভারত-পাকিস্তান দু’দেশের মাঝের সীমান্তের রেখা সংকটে ফেলল সোহিলের অস্তিত্বকে। ছোট্ট সোহিল খানের বাবা-মা পাকিস্তানি। কিন্তু তার জন্ম হয় ভারতের মাটিতে। ভারতে জন্মানোর দায়ে পাকিস্তানে ঢুকতে দেওয়া হচ্ছে না তাকে।পাকিস্তানের নিজ ভিটেতে ফেরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ছোট্ট সোহিলের বাবা-মা। কিন্তু তাঁদের কোনও ভাবেই সীমান্ত পেরনোর অনুমতি দিতে নারাজ পাক প্রশাসন। কারণ পাক পাসপোর্টে ওই শিশুর নাম নেই। থাকার কথাও নয়। ফতিমা ভারতের জয়সলমীরে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে আসার সময় নির্দিষ্ট সময়ের আগেই ভূমিষ্ঠ হয় সোহিল। ছেলেকে বুকে আঁকড়ে এখন পাসপোর্টের অপেক্ষায় ফতিমাও তাঁর স্বামী। ফতিমা বলেন, ‘নথিপত্র হওয়ার পরই এদেশ ছাড়ব আমরা। তবে ছেলেকে ছেড়ে যাব না।’ রেলওয়ে পুলিশ আধিকারিক বনওয়ারি লাল বলেন, ‘অন্য দেশে শিশুর জন্ম হলে নতুন পাসপোর্ট করতে হয় বা মায়ের পাসপোর্টে শিশুটির ছবি নথিভুক্ত করতে হয়। কিন্তু এক্ষেত্রে তারা এর কোনটাই করেননি। তাই তাদের সীমান্ত পার হওয়ার অনুমতি দেয়া হচ্ছে না।’