দৈনিক বার্তা : জিআরপি পুলিশ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একে-২২ রাইফেলসহ দু’জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- নুরুল ইসলাম (৩০) ও শামীম ওরফে আব্দুল্লাহ (৩৫) ।

এ সময় তাদের কাছ থেকে দুটি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, ১০টি ডেটনেটর, তিনটি স্লুইসগেট চাকু ও ১০টি পাওয়ার জেল উদ্ধার করা হয়।

আজ সোমবার দুপুর আড়াউটায় জিআরপি পুলিশ সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। ট্রেনটি দুপুর ১টায় চট্টগ্রাম থেকে কমলাপুর এসে পৌঁছায়।

111
File Photo