দৈনিক বার্তা : জিআরপি পুলিশ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একে-২২ রাইফেলসহ দু’জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- নুরুল ইসলাম (৩০) ও শামীম ওরফে আব্দুল্লাহ (৩৫) ।
এ সময় তাদের কাছ থেকে দুটি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, ১০টি ডেটনেটর, তিনটি স্লুইসগেট চাকু ও ১০টি পাওয়ার জেল উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুর আড়াউটায় জিআরপি পুলিশ সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। ট্রেনটি দুপুর ১টায় চট্টগ্রাম থেকে কমলাপুর এসে পৌঁছায়।