অবশেষে বলিউডের সব পোড়খাওয়াদের পেছনে ফেলে এগিয়ে গেলেন দীপিকা পাডুকোন ও ফারহান আখতার। বলিউডের অস্কারখ্যাত আইফা অ্যাওয়ার্ডে এ বছর সেরা নায়িকার খেতাবটি জিতে নিয়েছেন দীপিকা। আর সেরা নায়কের জায়গাটি দখল করেছেন ফারহান আখতার। চেন্নাই এক্সপ্রেসের জন্য দীপিকা ও ভাগ মিলকা ভাগ’র জন্য ফারহানকে এ পুরস্কার দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে ফ্লোরিডায় ঝমকালো এক অনুষ্ঠানে ২০১৪ আইফা অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়। আইফা অ্যাওয়ার্ডস জয়ী অন্যানা হচ্ছেন- সেরা নবাগত অভিনেতা ধানুশ [রানঝানা], সেরা চলচ্চিত্র ভাগ মিলখা ভাগ, সেরা পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা [ভাগ মিলখা ভাগ], সেরা পুরুষ পার্শ্বঅভিনেতা আদিত্য রায় কাপুর [ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি], সেরা মহিলা পার্শ্বঅভিনেত্রী দিবা দত্ত [ভাগ মিলখা ভাগ], সেরা কমেডি অভিনেতা আরশাদ ওয়ারসি, সেরা কাহিনীকার প্রসূন যশি [ভাগ মিলখা ভাগ], সেরা সংগীত পরিচালক মিথুন, আনকিত তিওয়ারি, জীত গাঙ্গুলি [আশিকি ২], সেরা সুরকার মিথুন [ আশিকি ২’র ‘তুম হি হো’], সেরা পুরুষ প্ল্যাব্যাক গায়ক অরিজিত সিং [তুম হি হো] ও সেরা মহিলা প্ল্যাব্যাক গায়িকা শ্রেয়া ঘোশাল [আশিকি ২’র ‘সান রাহা হে’]।