সাদি : সিরাজগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে। সকাল থেকে সিরাজগঞ্জ কেন্দ্রীয় এম এম মতিন বাস টার্মিনাল থেকে কোন বাস ছাড়েনি। সেই সাথে বন্ধ রয়েছে সিএনজি চালিত অটোরিকসা। মোটর শ্রমিকের ডাকা ধর্মঘটের সাথে একতত্মা ঘোষনা করেছে জেলা ট্রাক শ্রমিক, ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়ন। ফলে সিরাজগঞ্জে বাস, ট্রাক, ট্যাংলড়ী চলাচল বন্ধ রয়েছে। বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছে দুরপাল্লা ও অভ্যন্তরীন যাত্রীরা। শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা জানিয়েছেন, সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাসটার্মিনালে পুলিশ ঢুকে শ্রমিকদের মারপিট সহ টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিক আহত করার প্রতিবাদে জেলা পুলিশ সুপার, সদর থানার ও ডিবি ওসিকে প্রত্যাহার না করা পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে।
উল্লেখ্য, সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কে সাইড দেয়া নিয়ে সিএনজি অটোরিকসা চালকের সাথে বাসের শ্রমিকদের সাথে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে শনিবার সকাল থেকেই এই দুই সংগঠনের শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। পরে বাস শ্রমিকেরা সিরাজগঞ্জ এম এ মতিন বাসটার্মিনালের সামনে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে অবস্থান নিলে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময়র বাস শ্রমিকেরা বাস দিয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিলে পুলিশ এসে টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্র ভঙ্গ করে দেয়।