রাজধানীর তেজগাঁয়ের সাতরাস্তার মোড়ে যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এসময় তারা বাসের চালক এবং হেলপারকেও মারধর করেছে।
আজ রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার পর আহত চালক মোহাম্মদ মাখন (৩৫) এবং হেলপার হুমায়নকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় পরিবহন শ্রমিক নেতা কাজল।
চালক মাখন জানান, প্রভাতী বনশ্রী পরিবহনের বাস নিয়ে তিনি গুলিস্তান থেকে গাজীপুরের বরমী যাচ্ছিলেন। বেলা দেড়টায় বাসটি তেজগাঁয়ের সাতরাস্তা যাত্রী ছাউনিতে পৌঁছালে ১০ থেকে ১৫ জনের একটি দল বাসে হামলা চালায়। এ সময় বাস ভাঙচুরের পাশাপাশি চালক ও হেলপারকে মারধর করে চালকের কাছে থাকা ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা।
তবে কারা কী কারণে এই হামলা চালিয়েছে তা জানাতে পারেননি চালক বা হেলপার।
এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘এ রকম একটি ঘটনার কথা শুনেছি। তবে ভাঙচুর হয়েছে কি না তা জানি না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।