দক্ষিণ কোরিয়ায় ফেরি ডুবে ব্যাপক প্রাণহানির ঘটনার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী চাং হু-অন। রোববার পদত্যাগের এ ঘোষণা দিয়ে ওই দুর্ঘটনায় প্রাণহানি এবং উদ্ধার তৎপরতায় ব্যর্থতার দায় স্বীকার করে সরকারের পক্ষ থেকে ক্ষমাও চান তিনি। হু-অন বলেন, প্রধানমন্ত্রী হিসেবে এ ঘটনার দায় নিয়ে আমি পদত্যাগ করছি।
গত ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার দক্ষিণপশ্চিম উপকূলে চার শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় সাত হাজার টন ধারণ ক্ষমতার ফেরি সেউল। ফেরির যাত্রীদের অধিকাংশই ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী।
এ ঘটনায় তিন শতাধিক মানুষ নিহত বা নিখোঁজ হন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৮৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধান না মিললেও তাদের কেউ বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছে।
ফেরি ডুবির ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে ‘বিপর্যয়’ ঠেকাতে না পারার জন্য সমালোচনার মুখে রয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার।
এ ঘটনায় ওই ফেরি পরিচালনার সঙ্গে জড়িত ১৫ জন ক্রুর সবাইকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ফৌজদারী মামলা হয়েছে।
আর এর মধ্যেই এ দুর্ঘটনায় প্রাণহানিসহ উদ্ধার তৎপরতায় ব্যর্থতার দায় স্বীকার করে দেশটির প্রধানমন্ত্রী চাং হু-অন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।