মোস্তাফিজুর রহমান টিটু: গাজীপুরে দুই নারী ছিনতাইকারীকে রবিবার আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। আটককৃতরা হলো নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের দুলাল মিয়ার স্ত্রী রাশেদা (২৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আবদুস ছাত্তার মন্ডলের স্ত্রী নাজমা খাতুন (২২)। আটককৃতরা টঙ্গীর এরশাদনগর এলাকায় বসবাস করে।
জয়দেবপুর থানার এসআই জাহাঙ্গীর হোসেন ও এলাকাবাসী জানায়, গাজীপুর জেলা শহরের শিববাড়ী মোড় এলাকায় চার সদস্যের একটি ছিনতাইকারী দল বাস থেকে নামার সময় রবিবার সকালে বাসযাত্রী এক মহিলার গলার সোনার চেইন ছিনতাই করে পালিয়ে যেতে থাকে। এ সময় ওই মহিলার চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করে দু’নারী ছিনতাইকারীকে ছিনতাই হওয়া চেইনসহ আটক করলেও তাদের বাকি দু’সহযোগী পালিয়ে যায়। পরে স্থানীয় বিক্ষুদ্ধ নারীরা আটক ওই দুই ছিনতাইকারীকে উত্তম মধ্যম দিয়ে জয়দেবপুর থানা পুলিশে সোপর্দ করেছে।