দৈনিক বার্তা : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে শনিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে ৫ ব্রিটিশ সৈন্য প্রাণ হারান। একে মর্মান্তিক দুর্ঘটনা বলে আপাতদৃষ্টে মনে করা হচ্ছে। লন্ডনে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একথা বলা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) জানায়, দি লিনক্স হেলিকপ্টারটি কান্দাহার রাজ্যে নিয়মিত ফ্লাইটে বিধ্বস্ত হলে আর্মি এয়ার কোর-এর তিন সদস্য, রয়াল এয়ারফোর্স-এর এক সদস্য ও সামরিক গোয়েন্দা বিভাগের এক তলবী সৈন্য মারা যান।
গত ডিসেম্বরে তালেবান বিদ্রোহীদের হামলায় একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার পর এটি ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক সহায়তা বাহিনী (ইসাফ)-এর একদিনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।