1মাহ্বুব হোসেন পিয়াল/দৈনিক বার্তা: ফরিদপুর জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে শুক্রবার থেকে সপ্তাহ ব্যাপী বস্তিশুমারী শুরু হয়েছে। সকালে ফরিদপুর শহরের রেল স্টেশন রোডস্থ বস্তি থেকে আনুষ্ঠানিক ভাবে সপ্তাহ ব্যাপী বস্তিশুমারীরর উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মীনাক্ষি বিশ্বাস, ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কাউসার আলী মোল্লা, জেলা পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার মোঃ ইয়াহ ইয়া হোসেন, মোঃ মাহ্বুবুল করীম, বস্তিুশুমারির ফিল্ড সুপারভাইজার মোঃ আলী জিন্নাহ্, সৈয়দ সেলিম আলী, আব্দুস সালাম, মশিয়ার রহমান উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এবারের বস্তিশুমারীতে ফরিদপুরের ২৮টি বস্তিতে বসবাসকারীদের গণনা করা হয়।