দৈনিক বার্তা: ঝিনাইদহের মহেশপুর উপজেলার আক্তার হোসেন (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আক্তার আলী মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। বুধবার রাতে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী জীবননগর উপজেলার পাতিলা কৃষি ফার্মের নারিকেল বাগানের মধ্যে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
মহেশপুর থানার ওসি শাহজাহান আলী জানান, আক্তার হোসেন মঙ্গলবার রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে রাতে বাড়িতে ফিরে আসেনি। গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসি মহেশপুরের সীমান্তবর্তী পাতিলা কৃষি ফার্মের নারিকেল বাগানের মধ্যে গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জীবননগর থানা ও মহেশপুরের দত্তনগর ফাড়িকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত আক্তার হোসেনের বিরুদ্ধে মহেশপুর সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।