1মাহ্বুব হোসেন পিয়াল/দৈনিক বার্তা: হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডাঃ স্যামুয়েল কৃষ্টিয়ান ফ্রেডরিক হ্যানিম্যানের ২৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ফরিদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দৈনিক ফতেহাবাদ সম্পাদক প্রফেসর এ বি এম সাত্তার। আলোচনা সভায় ডাঃ স্যামুয়েল কৃষ্টিয়ান ফ্রেডরিক হ্যানিম্যানের চিকিৎসা বিজ্ঞানের উপর বক্তব্য রাখেন ফরিদপুর সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক খন্দকার মফিজুর রহমান জামান, কলেজ শিক্ষক ডাঃ তৌহিদা, ডাঃ সমীর কুমার রায়, কলেজ ছাত্র সিদ্দিকুর রহমান জুয়েল, মাওলানা ইসাহাক, প্রাক্তন ছাত্র ডাঃ মামুনুর রশিদ মামুন, ডাঃ জাকির হোসেন প্রমুুখ। প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদ বলেন, হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় এবং কলেজের প্রতি তার ভালবাসা আজ কলেজটিকে একটি ভালো অবস্থানে নিয়ে এসেছে। আমরা সকলে মিলে নিজেদের চেষ্টায় কলেজটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আলোচনা সভা শেষে কলেজের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।