1দৈনিক বার্তা:  বাংলাদেশের ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে চাপ প্রয়োগের মাধ্যমে তিস্তার ন্যায্য হিস্যা আদায় করা হবে বলে মন্তব্য করেছেন সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারন সম্পাদক দিলিপ বড়ুয়া। বৃহস্পতিবার বিকালে উত্তর ঝুনাগাছ চাপানি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সাম্যবাদী দল নীলফামারী জেলা শাখার আয়োজনে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে আয়োজিত গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রমত্তা তিস্তা অস্তিত্ব হারাচ্ছে মন্তব্য করে সাবেক শিল্পমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ভারতের মধ্যে যারা সুসম্পর্ক চায় না তারাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঢাল হিসেবে ব্যবহার করার কারনে তিস্তা চুক্তি সম্পাদন করা যাচ্ছে না। তিনি বলেন, ১৯৮৩ সালের জুলাই মাসে বাংলাদেশ- ভারত যৌথ নদী কমিশনের দিল্ল¬ী বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ৩৬ ভাগ বাংলাদেশ, ৩৯ ভাগ ভারত এবং ২৫ ভাগ পানি নদীর স্বভাবিক গতির জন্য সংরক্ষিত করার সিদ্ধান্ত হয়। কিন্তু সে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি আজও।
২০১১ সালের ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরের সময় তিস্তার পানি চুক্তি চুড়ান্তের কথা থাকলেও সেই অপশক্তির বিরোধী তৎপরতায় সেটি ব্যাহত হয়। ফলে তিস্তা হারাতে বসেছে নিজস্ব অস্তিত্ব। দিলিপ বড়ুয়া বলেন, প্রাকৃতিকভাবে প্রবাহিত নদীতে মানুষের অবাঞ্চিত হস্তক্ষেপে তিস্তা আজ ধু-ধু বালুচরে পরিণত হয়েছে। ভারত সরকারকে চাপ প্রয়োগ করে হলেও তিস্তা চুক্তি সম্পাদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান তিনি।