কাপাসিয়ায় পুকুর লিজ দেয়াকে কেন্দ্র করে

দৈনিক বার্তা-নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৪ এপ্রিল \\ গাজীপুরের কাপাসিয়ায় একটি সরকারী পুকুর লিজ দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে একটি মন্দিরের প্রতিমা ভাংচুর ও পুকুরের মাছ লুটের ঘটনা ঘটেছে৷ তবে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ নিস্পত্তির চেষ্টা করা হচ্ছে বলে সংশিস্নরা দাবী করেছেন৷ 

এলাকাবাসি জানায়, কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেগুনহাটির দাস পাড়া গ্রামের ৮৭ শতাংশ সরকারী জমির উপর একটি পুকুর রয়েছে৷ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে পুকুরের পাশে সরকারী জমিতে একটি মন্দির নির্মাণ করে পূজা অর্চনা করে আসছিল৷ ইতোমধ্যে পুকুরসহ উক্ত জমি মন্দিরের নামে লিজ নেয়ার জন্য সংশিস্নষ্ট ভূমি অফিসে আবেদনও করা হয়েছে৷ সম্প্রতি স্থানীয় হায়দার আলী নামে এক ব্যক্তি উক্ত পুকুরসহ জমিটি প্রশাসনের কাছ থেকে লিজ নেয়৷ এরপর বৃহস্পতিবার সকালে হায়দার আলী লোকজন নিয়ে লিজ নেয়া ওই জমির দখল নিতে যায়৷ এসময় তারা মন্দিরের পৰ থেকে পুকুরে ছাড়া প্রায় ৩০ হাজার টাকার মাছ ধরে নিয়ে যায়৷ এ সময় মন্দিরের কয়েকটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে৷ খবর পেয়ে কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের ঘটনাস্থল পরিদর্শণ করেন৷ এসময় হায়দারের লিজ বাতিল করে পুনরায় মন্দিরের নামে পুকুরসহ জমি লিজ দেয়া হবে আশ্বাসে সংশিস্নষ্টরা অভিযোগ করা থেকে বিরত থাকে৷ 

এ ব্যপারে মন্দির পরিচালনা কমিটির সম্পাদক রিপন চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকলের অনুরোধে আমরা আপোষ মেনে নিয়েছি৷  এ ব্যাপারে হায়দারের সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবী করেন, আমি জমি লিজ নিয়ে পুকুর পরিস্কার করেছি৷ মাছ ধরে নিয়ে যাইনি, মন্দিরের প্রতিমা কারা ভাংচুর করেছে তা আমি জানি না৷