সাদি/দৈনিক বার্তা: সিরাজগঞ্জে প্রায় ৮শ লিটার পানি মিশ্রিত দুধ উদ্ধার করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে চার দুধ ব্যাবসায়িকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, শিশু খাদ্য দুধে ভেজাল ও পানি মিশ্রন থামাতে বুধবার সকালে সিরাজগঞ্জ শহর ও সদর উপজেলার শিয়ালকোল বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। পরে এই দুই জায়গা থেকে প্রায় ৮শ লিটার পানি মিশ্রিত ভেজাল দুধ উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ে এনে পরীক্ষা করার পর দুধে পানি মিশ্রন করার বিষয়টি নিশ্চিত হয় আদালত। পরে দুধ গুলো জব্দ করে চার দুধ ব্যাবসায়ীকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।