দৈনিক বার্তা: শ্রীলংকা টি-২০ দলের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন লাসিথ মালিঙ্গা। শ্রীলংকা ক্রিকেটের নির্বাচকরা আজ দিনেশ চান্ডিমালকে সরিয়ে দিয়ে তার জায়গায় মালিঙ্গাকে টি-২০ দলের অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে। টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হিসাবে যথারিতি এ্যাঞ্জেলো ম্যাথুজই থাকছেন।
সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্ব কাপে সেমিফাইনাল ও ফাইনালসহ শেষ তিন ম্যাচে দুর্বল ব্যাটিংয়ের কারণে দল থেকে বাদ পড়েন ২৪ বছর বয়সী চান্ডিমাল। তিন ম্যাচেই দলের নেতৃত্ব দেন মালিঙ্গা।
সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর ফাইনালে ভারতকে পরাজিত করে ১৯৯৬ সালে ৫০ ওভার বিশ্ব কাপের পর প্রথম বড় কোন টুর্নামেন্টের শিরোপা জয় করে শ্রীলংকা। বুধবার শ্রীলংকা ক্রিকেটের দেয়া এক বিবৃতিতে জানানো হয় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী বছরের বিশ্ব কাপ শেষ হওয়া পর্যন্ত টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্বে বহাল থাকবে অলরাউন্ডার ম্যাথুজ।
বিবৃতিতে আরো জানানো হয়, তিন ফর্মেটেই দলের সহ অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করবে বাঁহাতি ব্যাটসম্যান ২৪ বছর বয়সী লাহিরু থিরিমান্নে।ইংল্যান্ডের সম্ভাব্য দায়িত্ব পাওয়ার আশায় গতকাল ইংলিশম্যান পল ফারব্রেচ পদত্যাগ করার পর এখনো প্রধান কোচ নিয়োগ দেয়নি শ্রীলংকা।
জিম্বাবুয়ের এন্ডিফ্লাওয়ার সরে দাড়ানোর পর গত সপ্তাহে ইংল্যান্ড দলের প্রধান কোচের দায়িত্ব নেয়া পিটার মুরসের সহকারি হিসাবে দায়িত্ব পেতে যাচ্ছেন ৪৬ বছর বয়সী ফারব্রেচ।আগামী মাসে ইংলনন্ড সফরের আগে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলংকা। আর ইংল্যান্ডে একটি টি-২০, পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে লংকানরা।