দৈনিক বার্তা: বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, লংমার্চ করে কোনো দাবি আদায়ের নজির নেই। তারপরও আপনারা লংমার্চের নামে ভাওতাবাজি করছেন, নাটক সাজাচ্ছেন। আপনাদের এই নাটক বন্ধ করুন।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘মজিবনগর দিবস ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন। স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এ আয়োজন করে।খালেদা জিয়ার উদ্দেশে হানিফ বলেন, আপনি আপনার নেতাকর্মীদের হতাশা থেকে চাঙ্গা করার জন্য এই লংমার্চ নাটক শুরু করেছেন। বাংলার জনগণ এটা বুঝতে বাকি নেই। জনগণ আপনার এই ভাওতাবাজি মেনে নেবে না।
তিনি বলেন, আমরা নতুন সরকার গঠন করেছি। ভারতেও নির্বাচন হচ্ছে। নির্বাচনের পর দ্বিপাক্ষিক আলোচনা হবে। তিস্তার পানির সমাধান আমরা করবো।
তারেক রহমান ইতিহাস বিকৃতি করছেন-এমন অভিযোগ করে হানিফ বলেন, তার বক্তব্য ছিল মূর্খের মতো। ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে। তবে এটা তার নিজের কথা নয়। আমরা যাদের বিরুদ্ধে ৭১ সালে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি এটা সেই পাকিস্তানিদের কথা।
স্বাধীনতার ৪৩ বছর পর বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ইতিহাস নিয়ে মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
তিনি আরো বলেন, পাকিস্তান তারেককে দিয়ে এসব বিকৃতিমূলক কথা বলাচ্ছে যাতে বাংলাদেশ ব্যর্থ রাষ্টে পরিণত হয়। আমরা তাদের এই উদ্দেশ্য কোনোদিন পূরণ হতে দেব না। জনগণও আপনাদের এই স্বপ্ন সফল হতে দেবে না। কারণ ইতিহাস সত্য যা দেশের মানুষ জানে।
তিনি বলেন, তারেক যে বক্তব্য দিয়েছে এটা তার নিজের বক্তব্য নয়। তাকে দিয়ে এটা বলানো হয়েছে। কারণ পাকিস্তানিরা আমাদের রাষ্ট্রকে এখনও অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। সেই ধারাবাহিকতায় তারা বাংলাদেশে অর্থ খরচ করে এজেন্ট রেখেছে। খালেদা জিয়া সেই এজেন্টের দায়িত্বের কাজ করছে।
বিএনপি’র তিস্তা নদীর পানির জন্য লংমার্চ করার উদ্দেশে বলেন, তিস্তা নদীর পানি এটা জনগণের দাবি, দেশের দাবি ও সরকারের দাবি। পানি সমস্যা নিয়ে সরকার কাজ করছে। ভারতে নির্বাচন হচ্ছে নতুন সরকার গঠন হওয়ার পর আলোচনা করে পানির সমস্যা সমাধান করা হবে। এর জন্য লং মার্চ করার কি প্রয়োজন।
তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আপনে একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন পানি সমস্যা নিয়ে ভারতে গিয়েছিলেন। ভারত সফর শেষে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন পানি সমস্যা সমাধানের বিষয়ে কি আলোচনা হয়েছে।
আপনে সেদিন সাংবাদিকদের বলেছিলেন, পানি নিয়ে কথা বলার কথা আপনার মনে নেই। সেদিন পানির এজেন্ডা নিয়ে আপনি ভারতে সফরে গিয়েছিলেন আর সেটা নিয়ে আলোচনা করতে ভুলে গিয়েছিলেন। আর আজ আপনি পানি নিয়ে লংমার্চ করছেন।
তিনি বলেন, এটা ভাওতাবাজি। এই ভাওতাবাজি ছেড়ে দেশের মানুষের জন্য কাজ করেন। দেশের মানুষ আপনার ও আপনার ছেলের ভাওতাবাজি বুঝে গেছে।
তিনি আরও বলেন,পাকিস্তানের মানসিকতা ছিল আমাদের ওপর অবহেলা। প্রতিটি ক্ষেত্রে আমাদের অবহেলা করতো তারা। সেই দিনে অবহেলার প্রতিবাদ শুরু করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।সেই দাবির ধারাবাহিকতায় শেখ মজিবুর রহমান ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
সভায় সংগঠনের আহ্বায়ক প্রফেসর ড.আব্দুল মান্নানের সভাপতিত্বে আরো বক্তব্যদেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষকলীগের সভাপতি এমএ করিম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. শাহাজাহান সাজুসহ সংগঠনের নেতারা।