দৈনিক বার্তা: ফেনীতে স্বাভাবিক আর সড়ক দুঘটনা ছাড়াই চলছে লাশের মিছিল। গত ১৫ দিনে ৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ফেনী সদরে স্ত্রীর হাতে স্বামী, দুর্বৃত্তদের হাতে প্রাইভেটকার চালক, অপহরণের করে হত্যা,লেমুয়া ইউনিয়নের কসকা এলাকা থেকে মস্তকবিহীন লাশ, দাগনভূঞায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে হত্যা, ছাগলনাইয়ায় দিনমজুরের লাশ উদ্ধার, দাগনভূঞায় নারীর অর্ধগলিত লাশ ও সদর হাসপাতালে আরো দু’টি বেওয়ারিশ লাশের সন্ধান পাওয়া গেছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ১১ এপ্রিল দিনগত রাত ১০ টায় ফেনী পৌরসভার পাঠনাবাড়ি সড়কে আবুল হাসান মো. কায়সারকে (২৮) কুপিয়ে হত্যা করছে তার স্ত্রী সাহনাজ নাদিয়া (১৯)। ১৩ এপ্রিল দুপুরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন তিনি। এ হত্যাকাণ্ডের সঙ্গে সাহনাজ নাদিয়ার পুরানা প্রেমিকের সম্পৃক্ততা রয়েছে বলে জানান কায়সারের বাবা আবুল খায়ের। কায়সার শহরের মধ্যম রামপুরের নজির আহম্মদ সওদাগর বাড়ির অধ্যাপক আবুল খায়েরের একমাত্র ছেলে।
ফেনী পৌরসভার বারাহীপুরের যুবলীগ নেতা শহীদুল ইসলাম অমলের লাশ অপহরণের ১১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। ১৪ এপ্রিল ফেনীর বিসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার পরিবারের দাবি সে দলীয় কোন্দলের শিকার। এঘটনায় ফেনী মডেল থানায় হত্যা মামলা হয়েছে।
গত ১২ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রাম গ্রামের ছালে আহম্মদের বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মো. সিদ্দিক (২৮) নামে এক দিনমজুরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন দাগনভূঞা উপজেলার রামনগর ও বরইয়া গ্রামের সীমানায় একটি শুকনো ছড়ার মধ্য থেকে একটি অর্ধগলিত নারীর লাশ উদ্ধার করেছে দাগনভূঞা থানা পুলিশ।
ফেনীর দাগনভূঞা উপজেলার করম উল্লাহপুর গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আবদুল খালেক বাচ্চু ১০ এপ্রিল সকালে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত আবদুল খালেক একই উপজেলার মুাতুভূঞা ইউনিয়নের সামছুল হকের ছেলে।
ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর তেমুহনী নামক স্থানে ৩ এপ্রিল ভোর রাতে এনামুল হক স্বপন নামে এক প্রাইভেটকার চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত স্বপনের বাড়ি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় গ্রামের জয়নাব আলীর ছেলে। পুলিশ সন্দেহভাজন একজনসহ দুর্বৃত্তদের মোবাইল নাম্বার হাতে ফেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ বলছে চেষ্টা চলছে।
এর আগে ২৪ মার্চ ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকা থেকে মস্তকবিহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।লাশটি লেমুয়া ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল কালামের (৩০)।ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, হাসপাতালের মর্গে দু’টি বেওয়ারিশ লাশ রয়েছে।
ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামছুল আলম সরকার জানান, হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে স্বামী হত্যায় সাহনাজ নাদিয়া ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। এছাড়া ফেনীতে ইতোপূর্বে আলোচিত একাধিক হত্যা মামলার আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। সম্প্রতি হত্যাকাণ্ডের আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত অব্যাহত আছে।