1মাহ্বুব হোসেন পিয়াল/দৈনিক বার্তা: ইউএসএআইডি (টঝঅওউ) এর আর্থিক সহায়তায় সিমিট ও আইডিই-এর যৌথ উদ্যোগে ২২ এপ্রিল ২০১৪ তারিখে উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ফরিদপুর-এর কন্ফারেন্স হলে কৃষির সাথে সংশ্লিষ্ট জেলার সরকারী ও বেসরকারী বিভিন স্তরের কর্মকর্তাদের নিয়ে সিসা-ম্যাকানাইজেশন ও ইরিগেশন (সিসা-এমআই) প্রকল্পের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ত্ব করেন কৃষিবিদ শংকর চন্দ্র ভৌমিক, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর। উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিএডিসি’র যুগ্ন পরিচালক এসএম রওশন আলী ও তাঁর অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, ফরিদপুর জেলার ৯ উপজেলার কৃষি কর্মকর্তাগণ, বিএআরআই, ব্রি ও এসআরডিআই-এর বিজ্ঞানীবৃন্দ ও বেসরকারী প্রতিষ্ঠান এসডিসি’র নির্বাহী পরিচালক ও জাগরনী চক্র ফাউন্ডেশন-এর আঞ্চলিক ব্যবস্থাপক। কর্মশালায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ড. মোঃ মহি উদ্দিন, ক্রপিং সিস্টেমস এগ্রোনোমিষ্ট এবং হাব কো-অর্ডিনেটর, সিসা-বাংলাদেশ, ফরিদপুর হাব, মোঃ আফজাল হোসের ভূঁইয়া, ম্যানেজার-পাবলিক সেক্টর এনগেজমেন্ট ও মোঃ বদরূল আলম, টেকনোলজি এ্যাডভাইজার, আইডিই। উপস্থাপনায় এই প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল এবং বেড প্লান্টার, সিডার, রিপার ও জাম্বু পাম্পসহ বিভিন্ন কৃষি যন্ত্রের কারিগরী ও ব্যবসায়িক দিক-এর প্রায়োগিক অভিজ্ঞতা তুলে ধরা হয় এবং শেষে অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। কর্মশালায় অংশগ্রহনকারীগণ, বিএডিসি’র যুগ্ন পরিচালক ও ডিএই’র উপ-পরিচালক সকলেই অভিমত প্রকাশ করেন যে, প্রযুক্তিগুলি সময় ও অর্থ সাশ্রয়ী বিধায় দ্রুত এর সম্প্রসারণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সিমিট ও আইডিএ-এ উদ্যোগকে একটি সময়োপযোগী পদক্ষেপ বলে উনারা উল্লেখ করেন।