মাহ্বুব হোসেন পিয়াল/দৈনিক বার্তা: ইউএসএআইডি (টঝঅওউ) এর আর্থিক সহায়তায় সিমিট ও আইডিই-এর যৌথ উদ্যোগে ২২ এপ্রিল ২০১৪ তারিখে উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ফরিদপুর-এর কন্ফারেন্স হলে কৃষির সাথে সংশ্লিষ্ট জেলার সরকারী ও বেসরকারী বিভিন স্তরের কর্মকর্তাদের নিয়ে সিসা-ম্যাকানাইজেশন ও ইরিগেশন (সিসা-এমআই) প্রকল্পের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ত্ব করেন কৃষিবিদ শংকর চন্দ্র ভৌমিক, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর। উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিএডিসি’র যুগ্ন পরিচালক এসএম রওশন আলী ও তাঁর অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, ফরিদপুর জেলার ৯ উপজেলার কৃষি কর্মকর্তাগণ, বিএআরআই, ব্রি ও এসআরডিআই-এর বিজ্ঞানীবৃন্দ ও বেসরকারী প্রতিষ্ঠান এসডিসি’র নির্বাহী পরিচালক ও জাগরনী চক্র ফাউন্ডেশন-এর আঞ্চলিক ব্যবস্থাপক। কর্মশালায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ড. মোঃ মহি উদ্দিন, ক্রপিং সিস্টেমস এগ্রোনোমিষ্ট এবং হাব কো-অর্ডিনেটর, সিসা-বাংলাদেশ, ফরিদপুর হাব, মোঃ আফজাল হোসের ভূঁইয়া, ম্যানেজার-পাবলিক সেক্টর এনগেজমেন্ট ও মোঃ বদরূল আলম, টেকনোলজি এ্যাডভাইজার, আইডিই। উপস্থাপনায় এই প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল এবং বেড প্লান্টার, সিডার, রিপার ও জাম্বু পাম্পসহ বিভিন্ন কৃষি যন্ত্রের কারিগরী ও ব্যবসায়িক দিক-এর প্রায়োগিক অভিজ্ঞতা তুলে ধরা হয় এবং শেষে অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। কর্মশালায় অংশগ্রহনকারীগণ, বিএডিসি’র যুগ্ন পরিচালক ও ডিএই’র উপ-পরিচালক সকলেই অভিমত প্রকাশ করেন যে, প্রযুক্তিগুলি সময় ও অর্থ সাশ্রয়ী বিধায় দ্রুত এর সম্প্রসারণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সিমিট ও আইডিএ-এ উদ্যোগকে একটি সময়োপযোগী পদক্ষেপ বলে উনারা উল্লেখ করেন।
ফরিদপুরে সিসা-ম্যাকানাইজেশন ও ইরিগেশন প্রকল্পের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বিওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের...
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...