3মাহ্বুব হোসেন পিয়াল/দৈনিক বার্তা: ফরিদপুরে পারটেক্স প্লাষ্টিক্স পন্যের উপর কারিগরী প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময় সভা বুধবার দুপুরে শহরের ঝিলটুলীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। পারটেক্স প্লাষ্টিক আয়োজিত ফরিদপুর জোন এরিয়া ম্যানেজার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পারটেক্স প্লাষ্টিক এর ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস্ হুমাযুন কবীর, ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস্ সাজ্জাদুল আলম, অপারেশন ম্যানেজার আবু কায়সার, ম্যানেজার সেলস্ তরিকুল ইসলামসহ ফরিদপুর জেলা ও এর আশেপাশের কয়েকটি জেলার পারটেক্স প্লাষ্টিক পন্যর ডিলার, প্লাম্বার, ও ম্যাকানিকগণ। মতবিনিময় সভায় বিভিন্ন জেলা হতে আগত ডিলার, প্লাম্বার, ও ম্যাকানিকগণ পারটেক্স প্লাষ্টিক পন্যগুলির নানা দিক নিয়ে আলোচনা করেন। পরে র‌্যাফেল ড্র এ বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরষ্কার দেওয়া হয়। এছাড়া মত বিনিময় উপস্থিত প্রত্যেককে পারটেক্স এর পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। দুপুরে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।