দৈনিক বার্তা: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার দুপুরে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নিম্ন আদালতের করা চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে গত ১৩ এপ্রিল হাইকোর্টে আবেদন করেন খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত ১৬, ১৭ ও ২০ এপ্রিল একই বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আদালত।
গত ১৯ মার্চ ঢাকা বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দুটিতে খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। খালেদা জিয়া অভিযোগ করছেন, যথাযথ প্রক্রিয়া না মেনেই তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চার জনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ। এ মামলায় খালেদা জিয়াসহ চারজনকে অভিযুক্ত করে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ খান।