মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা: ১৫ লাখ টাকা মুক্তিপণের দাবীতে গাজীপুর থেকে অপহরণের তিনদিন পর এক শিশুকে কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় অপহরণকারী নুরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। অপহরণের শিকার শিশুর নাম প্রান্ত উরফে কালু (৮)। সে গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ এলাকার জনৈক আব্দুস সালামের ছেলে ও কোনাবাড়ি রাজিয়া-রোকেয়া কিন্ডাগার্টেন স্কুলের নার্সারী শ্রেনীর ছাত্র।
অপহৃতের বাবা আব্দুস ছালাম এবং জয়দেবপুর থানার এসআই আশীষ কুমার দাস জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ এলাকার আব্দুস সালামের বাসার পাশে রাজমিস্ত্রির কাজ করতো নুরুল ইসলাম। গত রবিবার দুপুরে আব্দুস সালামের শিশু পুত্র প্রান্তকে কোমল পানীয় খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নুরুল ইসলাম কৌশলে বাড়ির পাশ থেকে অপহরণ করে। পরদিন (সোমবার) অপহরণকারীরা মোবাইলফোনে শিশু প্রান্ত’র মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবী করে।
এঘটনায় ওইদিন শিশুটির বাবা আব্দুস ছালাম জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে অপহরণকারীদের সঙ্গে টাকা লেনদেনের সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অপহরণকারী নুরুল ইসলামের বোনের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকা নালিয়া পাড়ায় অভিযান চালিয়ে শিশু প্রান্তকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী নুরুল ইসলামকে (২৪) পুলিশ আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। উদ্ধারের পর অপহৃত শিশু ও অপহরণকারীকে বুধবার দুপুরে গাজীপুরের জয়দেবপুর থানায় নিয়ে আসা হয়।