মোস্তাফিজুর রহমান টিটু/ দৈনিক বার্তা: গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ বুধবার ভোরে বিডিআর বিদ্রোহ মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত এক সিপাহীর মৃত্যু হয়েছে । তার নাম আনোয়ার হোসেন (৩৬)। সে গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের আঃ খালেকের ছেলে। সে পিলখানা বিডিআর সদর দপ্তরে দাপ্তরিক কাজ করত।
কাশিমপুরে কেন্দ্রীয় কারাগার পার্ট ১ এর জেলার আমজাদ হোসেন ডন জানান, বুধবার ভোরে হঠাত বুকে ব্যাথা ও শ্বাস কষ্ট হওয়ায় আনোয়ার হোসেনকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভোর ৬টার দিকে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায়। পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলায় সে ৩ বছরের সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী। ২০১২ সালের ২৫ ডিসেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরের এ কারাগারে স্থানান্তর করা হয়।
তবে গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তপন কান্তি সরকার জানান, আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। দুপুরে ময়নাতদন্ত শেষে আনোয়ার হোসেনের লাশ স্বজনদেও কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।