????????????????????????????????????????

দৈনিক বার্তা: দেশ ও মানুষের কল্যাণে জাতীয় ইস্যুতে জাতীয় ঐক্য প্রয়োজন উল্লেখ করে  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, বাংলাদেশের মানুষ কারো আধিপত্য মেনে নিবে না। আমরা ন্যায্য দাবি ও পাওনা আদায় করে ছাড়ব। বুধবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরির সামনে লংমার্চের পথসভায় দেয়া সংক্ষিপ্ত ভাষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতীয় ঐক্যের ডাক দেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের আন্দোলন কোন সরকারের বিরুদ্ধে নয়। ভারত বিরোধিতার জন্যেও নয়। এ আন্দোলন ১৬ কোটি মানুষের বেঁচে থাকার জন্য। তিনি বলেন, বর্তমান শাসক দলের গণভিত্তি ও রাজনৈতিক ভিত্তি নেই। যার জন্য ভারতের সাথে তিস্তাসহ আমাদের অভিন্ন ৫৪টি নদীর ন্যায্য হিস্যা আদায় করতে ব্যর্থ হয়েছে। সরকার তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে পারেনি। তাই ভারত ৫৪টি নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে। অবিলম্বে ভারতের সাথে তিস্তাসহ সকল অভিন্ন নদীর চুক্তি সম্পূর্ণ করতে  সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পথসভা শেষে ১০টার দিকে নীলফামারীতে তিস্তা অভিমুখে রওনা করে লংমার্চ। সেখানে দুপুরে একটি সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে গতকাল মঙ্গলবার সকালে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ শুরু করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীগের নেতৃত্বে ঢাকার উত্তরা থেকে লংমার্চের যাত্রা শুরু হয়। পথে গাজীপুরের কালিয়াকৈর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে পথসভার পর রাতে রংপুর শহরে লংমার্চের বহর অবস্থান নেয়।