2টিপু সুলতান/দৈনিক বার্তা:ঝিনাইদহ কোটচাদপুরে মীর কাশেম আলী’র হাতে ফুল দিয়ে বিএনপি’র শতাধিক নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহবায়ক মীর মনিরুল আলম, আজম বিশ্বাস, উপজেলা যুবলীগের বলুহর ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম খোকন, যুবলীগ নেতা সোহেল সরদার, কোটচাঁদপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি খোন্দকার মোজম্মেল হক (দবি), ছাত্রলীগ নেতা শাহ সেকেন্দার, ও শেখ শাহিন। সোমবার রাতে এক অনুষ্ঠানে বিএনপির নেতা কর্মীরা আওয়ামীলীগে যোগদান করেন।
কোটচাঁদপুর আদর্শ পাড়ার রিপন মন্ডলের নেতৃত্বে ৩০ জন ও কলেজ বাসস্ট্যান্ডের সেলিমের নেতৃত্বে ৩৫ জন উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেমের হাতে ফুল দিয়ে বিএনপি থেকে আওয়ামী-যুবলীগে যোগ দেন। তাদের এ যোগদানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।