Gazipurমোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা: গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার জিএমএস কম্পোজিট নীটিং লিমিটেড এগঝ ঈড়সঢ়ড়ংরঃ শহরঃঃরহম খঃফ কারখানায় টিফিন খেয়ে মঙ্গলবার রাতে প্রায় অর্ধশত শ্রমিক বমি করে অসুস্থ হয়ে পড়েছেন।

শ্রমিকরা জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারখানা থেকে একটি সেদ্ধ ডিম, পাউরুটি ও কলা টিফিন হিসেবে দেওয়া হয়। ডিম খাওয়ার সময় তাদের কাছে তেতো লাগে।

কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক রেজোয়ান খান চুন্নু বলেন, টিফিনের এক ঘন্টা পর রাত সাড়ে আটটার দিকে ওই কারখানার মূল ভবনের শ্রমিকেরা শুধু বমি করতে থাকে। রাত সোয়া ৯টা পর্যন্ত একে একে প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে স্থানীয় নাগরিক হাসপাতাল, হাবিব হাসপাতাল, জনস্বাস্থ্য হাসপাতাল ও কারখানার মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এর আগে কখনোই এ কারখানায় এরকম ঘটনা ঘটেনি। তাছাড়া কারখানার নতুন ভবনেও একই খাবার দেওয়া হয়েছে। কিন্তু সেখানকার কোনো শ্রমিকের এমনটি হয়নি। এ ঘটনায় কারখানার ওভারটাইমে নিয়োজিত শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানার চিকিৎসক সারোয়ার হোসেন জানান, খাদ্যে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে। অতিরিক্ত গরম থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।