1সাদী/দৈনিক বার্তা: অপহরনের ৫দিন পর সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকা থেকে অপহৃত ফল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী (৫০) ও তার কর্মচারী ইউসুফ আলী (২৫) কে উদ্ধার করা হয়েছে। রোববার রাতে অপহরনকারীরা তাদেরকে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া সড়কের পাশে ছেড়ে দিলে তারা একটি ভ্যানযোগে হাটিকুমরুল চৌরাস্তায় আসেন। এ সময় তাদের সন্ধানে অভিযানরত বেলকুচি থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।

গত বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাজারে ফলের দোকান বন্ধ করে একটি রিকসা ভ্যানে বয়রাবাড়ি গ্রামের ফল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী তার কর্মচারী ইউসুফ আলীকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের সূবর্নসারা পেট্রোল পাম্পের নিকট পৌছলে একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। এ সময় অপহনকারীরা জোড়পূর্বক তাদের মাইক্রোবাসে তোলে। আশেপাশের লোকজন বুঝে ওঠার আগেই মাইক্রোবাসটি দ্রুত চলে যায়। পরে অপহরনকারীরা তাদের মুক্তির জন্য ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় পরদিন অপহৃতের জামাতা মাসুদ রানা বাদি হয়ে বেলকুচি থানায় মামলা করেন। পুলিশের সাঁড়াশি তৎপরতা ও মিডিয়ায় ব্যাপক প্রচারনায় আতঙ্কিত হয়ে অপহরনকারীরা তাদেরকে ছেড়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।  অপহৃতরা উদ্ধার হলেও অপহরনকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানালেন তদন্তকারী কর্মকর্তা এসআই আজাদুর রহমান। অপহৃতদের উদ্ধার করা হলেও এ কাজের সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করা হবে এমনটা প্রত্যাশা এলাকাবাসীর।