3দৈনিক বার্তা: দুর্নীতি দমন কমিশন (দুদক) জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম র“হুল আমিন হাওলাদারের হলফনামার তথ্য চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠিয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন জানান, সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হামিদুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে এসে পৌঁছেছে।

কমিশন সূত্র জানায়, দুদকের চিঠিতে রুহুল আমিন হাওলাদারের নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় মনোনয়নপত্রের সাথে রিটার্নিং কর্মকর্তার কাছে দেয়া হলফনামার তথ্য চাওয়া হয়েছে।
কমিশনের এক কর্মকর্তা জানান, মঙ্গলবারের মধ্যে হলফনামাসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদির সত্যায়িত কপি পাঠাতে অনুরোধ জানিয়েছে দুদক।

দুদকের অনুরোধের প্রেক্ষিতে পটুয়াখালী-১ আসনের এ সংসদ সদস্যের হলফনামার সত্যায়িত কপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করে পাঠানো হবে বলে তিনি জানান।২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে এবিএম রুহুল আমিন হাওলাদার বরিশাল-৬ আসন থেকে নির্বাচিত হন।

সোমবার দুদকের সহকারী পরিচালক হামিদুল হাসান হাওলাদারের নবম ও দশম সংসদ নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার কাছে দেয়া মনোনয়নপত্রের হলফনামার তথ্য সংগ্রহে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইতোমধ্যে এ সাংসদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। ১০ এপ্রিল রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে জিয়া উদ্দিন বাবলুকে নতুন মহাসচিব নিয়োগ  দেয় জাপা।
ইসির  জ্যেষ্ঠ সহকারী সচিব পর‌্যায়ের একজন কর্মকর্তা জানান, আগামী ২২ এপ্রিলের মধ্যে হলফনামাসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদির সত্যায়িত ছায়ালিপি পাঠাতে অনুরোধ জানিয়েছে দুদক। সরকারি সম্পত্তি দখলের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করার স্বার্থে এ তথ্য  চেয়েছে সংস্থাটি।

দুদকের অনুরোধের পরিপ্রেক্ষিতে পটুয়াখালী-১ আসনের এ সাংসদের হলফনামার সত্যায়িত কপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ  থেকে সংগ্রহ করে পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা।নবম সংসদে জাতীয় পার্টির  নেতা হাওলাদার বরিশাল-৬  থেকে নির্বাচিত হন।  সে সময় শিক্ষাগত যোগ্যতায় অসত্য তথ্য দেয়ার অভিযোগ উঠেছিল।

সম্প্রতি বাগেরহাট-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোজাম্মেল  হোসেনের ২০০৮ এবং ২০১৩ সালে দাখিলকৃত নির্বাচনী হলফনামা চেয়েছে দুদক। এ সংক্রান্ত তথ্য ১৭ এপ্রিলের মধ্যে হলফনামায় পাঠাতে বলা হয়। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত অনুলিপি সংগ্রহ করে শিগগির দুদকে পাঠানো হচ্ছে বলে জানান ইসি কর্মকর্তারা।এর আগে দশম সংসদ নির্বাচনে  দেয়া হলফনামার তথ্য ধরে দুদক ইতোমধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, সংসদ সদস্য আসলামুল হক, আবদুর রহমান বদিসহ সাতজনের সম্পদের অনুসন্ধান চলছে।