দৈনিক বার্তা: বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, বৃটেন এদেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র দেখতে চায়। জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্রিয় বিরোধীদল জরুরি। জরুরি স্বাধীন মিডিয়া। জবাবদিহিতা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারেনা।
সোমবার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গিবসন একথা বলেন।
রবার্ট গিবসন বলেন, বৃটেন এদেশে জবাবদিহিমূলক গণতন্ত্র দেখতে চায়। এজন্য স্বাধীন মিডিয়া, পার্লামেন্টে শক্তিশালী বিরোধী দল এবং প্রাতিষ্ঠানিক স্বাধীনতা খুবই জরুরি।
অনুষ্ঠানে সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
গত ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে বৃটিশ রাষ্ট্রদূত বলেন, বৃটেনসহ আন্তর্জাতিক মহল এ দেশে জনগণের অংশগ্রহণে একটি নির্বাচন চেয়েছিল। কিন্তু, সেটা না হওয়ায় অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছেন।
তিনি বলেন, বৃটেন-বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে কিভাবে আরো গভীর ও কার্যকর করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করছি।
বৃটেনে স্টুডেন্ট ভিসা প্রসঙ্গে তিনি বলেন, বৃটেন সব সময় মেধাবী ছাত্রদের স্বাগত জানায়। বৃটেনে শিক্ষার মান খুবই চমৎকার। কিন্তু, সাম্প্রতিককালে কিছু লোক স্টুডেন্ট ভিসায় বৃটেনে গিয়ে পড়ালেখা বাদ দিয়ে কাজের সঙ্গে (লো স্কিল জব) যুক্ত হচ্ছে। তারা স্টুডেন্ট ভিসার অপব্যবহার করছে ।
এ সময় বৃটিশ হাইকমিশনের পলিটিক্যাল এনালিস্ট এজাজুর রহমান উপস্থিত ছিলেন।