1মাহ্বুব হোসেন পিয়াল/দৈনিক বার্তা: ফরিদপুরে হত্যা ও বিস্ফোরক মামলায় সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে ছাত্রদলের নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে। সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজ ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে হাজিরা দিতে গেলে বিচারক আব্দুল্লাহ আল-মাসুদ জামিন বাতিল করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তাবরীজের আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, গত বছরের ৩০ নভেম্বর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের আদমপুর গ্রামের একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে জিল্লুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কোতয়ালী থানায় যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক ১০ নেতার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করে।ওই মামলায় তাবরীজসহ অন্য আসামীরা গত ২৮ ফেব্র“য়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন মঞ্জুর করে নিন্ম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশে ওই মামলায় তাবরীজ নিন্ম আদালতে হাজিরা দিতে গেলে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের বিচারক তাঁর জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে আদালত এলাকায় একটি মিছিল বরে করে। এর আগে স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত 2সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সহ-সভাপতি ভিপি সেলিম ও সাংগঠনিক সম্পাদক বিএম নাহিদ হোসেন আটকৃতদের মুক্তি দাবি জানিয়ে বক্তব্য দেন।