দৈনিক বার্তা: দেশ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবার লংমার্চে অংশ নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, গণতন্ত্র নস্যাৎকারী সরকারকে ভারত সহায়তা করছে বলে আমরা ভারতের শত্রু নই। আমরা আমাদের তিস্তা নদীর ন্যায্য হিস্যা ফিরে পেতে চাই। দেশকে মরুকরণ বাঁচাতে হবে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার রফিকুল বলেন, তিস্তা অভিমুখে লংমার্চ সরকারের বিরুদ্ধে নয়, এটা জনগণের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। দেশের মানুষের অধিকার রক্ষার সংগ্রামে সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা আরো বলেন, নতজানু পররাষ্ট্র নীতির কারণে তিস্তার ন্যায্য হিস্যায় আমরা পানি পাচ্ছি না, সীমান্তে হত্যা হচ্ছে। এসব ব্যাপারে সরকার উদাসীন।
সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধন কমসূচিতে অংশ নেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমত উল্যাহ প্রমুখ।